মোঃ মুনিরুল ইসলামঃ গোমস্তাপুর উপজেলা প্রতিনিধিঃ-
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রহনপুর পৌর শাখা ও গোমস্তাপুর উপজেলা বিএনপির এবং অঙ্গ সংগঠনের আয়োজনে (০৭ নভেম্বর) বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়ে।
আলোচনা সভায় মিলিত হয়, এতে সভাপতিত্ব করেন,
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন,
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন রহনপুর পৌর বিএনপি আহবায়ক এনায়েত করিম তোকি,
এ সময় বিশেষ উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সোহরাব,বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব, রানা, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক গনি হামিদ, রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন, বিএনপি নেতা মিঠুন,যুবনেতা সাজ্জাদ হোসেন,প্রমূখসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।
এ সময় বক্তারা বলেন, ‘৭ নভেম্বরের গণ অভ্যুত্থানের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করেন এবং তিনি দ্রুত বাংলার মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দেন। শহীদ জিয়া দেশের মানুষকে মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা দেন। ৭ নভেম্বর পালনের মাধ্যমে প্রকৃত অর্থেই জিয়াকে স্মরণ করা হয়েছে।
এসময় বক্তারা আর ও বলেন,সাবেক স্বৈরাচার সরকারের দ্যৌসরা এখনো আছে এ দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার পাঁয়তারা চালাচ্ছে। কিন্তু তাদের জানা উচিত দেশের সচেতন জনতা সোচ্চার আছে। তাদের চক্রান্ত কখনোই সফল হবে না। তারা আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে রাজনৈতিক নির্বাসনে রয়েছেন। তিনি অচিরেই বীরের বেশে দেশে ফিরবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics