Daily Frontier News
Daily Frontier News

কৃষকলীগের বর্ধিত সভায় রোমা আক্তারকে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

 

.    জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোছাঃ রোমা আক্তারকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করা হয়।

শনিবার ২৪ ফেব্রুয়ারি ২০২৪খ্রিঃ কৃষকলীগের কার্যালয়ে উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী মোঃ অলি মিয়ার সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোছাঃ রোমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোঃ কিরণ মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক শেখ মোঃ আব্দুল আহাদ, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্বাস উদ্দিন। কৃষকলীগের সাধারণ সম্পাদক এস এম নূরে আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা তসু রঞ্জন দাস, কৃষক লীগের সহ সভাপতি নাজমুল রশিদ সবুজ, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মিজানুর হক, মহিলা আওয়ামী লীগের নেত্রী চঞ্চলা রাণী বিস্বাস, বাঁশি বিস্বাস, আব্দুর রশিদ, মোঃ ইলিয়াছ মিয়া প্রমূখ। উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ। সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোছাঃ রোমা আক্তারকে সর্বসম্মতিক্রমে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেন। প্রার্থীতা ঘোষণার পর রোমা আক্তার নাসিরনগর উপজেলার সর্বস্তরের জনসাধারণ নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেন।

Daily Frontier News