Daily Frontier News
Daily Frontier News

কুমিল্লা -৫ আসনে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনের গণজোয়ার

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ কুমিল্লা -৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের স্বতন্ত্র পদপ্রার্থী তৃনমূল থেকে উঠে আসা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, জেলা যুবলীগের সাবেক সসদ্য এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জনপ্রিয়তায় এগিয়ে আছেন।

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ষোলনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনের জনপ্রিয়তা সবার শীর্ষে।

তার জনপ্রিয়তা বেশি থাকায় কিছু লোক অপপ্রচার চালাচ্ছেন।ভোট দিবেন ভোটারা, ভোট দেয় সাধারণ জনগন। আর সাধারণ জনগনের কাছে একটিই নাম সাজ্জাদ হোসেন।

সাধারণ জনগন ভালো করেই জানেন উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাবস্থায় তিনি ব্যাপক উন্নয়ন করেছেন। সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গীর্জা, চিতা খোলা, কবরস্থান এর অবকাঠামো উন্নয়নে সাজ্জাদ হোসেন এর নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে।

করোনাকালীন সময়ে কে কোথায় ছিলেন, সুখে দুঃখে কে পাশে ছিলেন তা সবাই ভালো করে জানে।

কে জনগনের সেবক তা জনগন তাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে আগামী ৭ জানুয়ারী প্রমাণ দিবে।

স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন বলেন, গুজব আর মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে জনগনের ভালোবাসা থেকে আমাকে দুরে রাখতে পারবেন না। জনগণ ভাল করে জানে কে কাজ করবে আর কে কাজ করবেনা।

শুধুমাত্র জনপ্রিয়তা যাচাই করতে বাংলাদেশ আওয়ামী লীগ এর দলীয় সিদ্ধান্ত মোতাবেক এ নির্বাচনে আমার অংশ নেওয়া।

আমার সাথে যারা কাজ করবে দলীয় ভাবে তাদের কোনো প্রকার বাঁধা বিপত্তি নাই। রাজনীতি সহ যে কোনস্থানে প্রতিযোগীতা থাকবে এ নির্বাচনটাও তার ব্যাতিক্রম নয়। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয় দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া কামনা করি।

Daily Frontier News