ফাতেমা আক্তার মাহমুদ ইভা নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার ঃ
ফতুল্লা কুতুবপুর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ শামীম ওসমানের নির্বাচনী ক্যাম্পের শুভ উদ্বোধন হয়েছে।
বুধবার ২৯ নভেম্বর। বাদ আছর কুতুবপুর শাহীবাজার এ ক্যাম্পের উদ্বোধন হয়।
এ উপলক্ষে মিলাদ দোয়া
নেওয়াজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কুতুবপুব ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাফর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী।
বিশেষ অতিথি ছিলেন নাঃগঞ্জ জেলা কৃষক লীগের সাধারন সম্সাদক এবিএম কামরুজ্জামান, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির,জেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুল কাদির,সহ – সভাপতি সিকদার মাহবুবুর রহমান হক।
সার্বিক পরিচালনায় ছিলের কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মীর হোসেন মীরু,ফতুল্লা থানা আওয়ামী মটরশ্রমিক লীগের সভাপতি মোঃ মাহবুব রহমান।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics