Daily Frontier News
Daily Frontier News

ওসমানীনগরে ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে বিএনপি চতুর্থ দফা ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিন,

 

 

কে এম রায়হান :-

 

বিএনপি ও সরকার বিরোধীদের ডাকা চতুর্থ দফা অবরোধে প্রথম দিনে রাজ পথে দেখা মেলেনি বিএনপি সহ সমমনা দলগুলোর নেতা-কর্মীদের। গ্রেফতার আতঙ্কে বিএনপি নেতারা রয়েছেন আত্মগোপনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে পুলিশ।আজ ( ১২ নভেম্বর রবিবার) সকালে অবরোধে অন্যান্য দিনের চেয়ে কিছুটা যানচলাচল বেশি ছিলো।সরেজমিনে দেখা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার পরিবহনের বাস ও মাল বাহি ট্রাক পরিবহন মহাসড়কে মাঝেমধ্যে চলাচল করছে। কর্মস্থলে ফিরেছে কর্মজীবী মানুষজন। এছাড়া অভ্যন্তরীণ সড়কে সিএনজি, ইজিবাইক, রিকশাসহ ছোট যান চলাচল করছে। দোকানপাট-শপিংমল খুলেছে স্বাভাবিক দিনের মতোই। ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে চতুর্থ দফা অবরোধ কর্মসূচি।

Daily Frontier News