.ফাতেমা আত্মার মাহমুদা ইভা নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার
শনিবার (৩০শে ডিসেম্বর) নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিকালে আমলাপাড়া গার্লস স্কুল এলাকায় এসব কথা বলেন তিনি।
নারায়ণগঞ্জ. বীর মুক্তিযোদ্ধা এ কেএম সেলিম ওসমান ৫ আসনে সংসদ সদস্য ও লাঙ্গল র্মার্কা বলেছেন, সারা বিশ্বের কাছে আমরা লজ্জা পাব আপনারা যদি ভোট দিতে না যান। ভোট দিতে জানে না আমাদের মানুষ নাকি। এবার যুদ্ধ ৭ তারিখে। এটার জন্য বন্দুক-পিস্তল লাগবে না। ব্যালট পেপার দেওয়া হবে আপনার হাতে। ব্যালটে একটা সিল দিলেন তো একজন রাজাকারকে হত্যা করলেন। একজন হত্যা করলেন অগ্নিসন্ত্রাসকে
তিনি বলেন,আমার এলাকার এমন কোনো মসজিদ বাকি ছিল না আমি যখন অসুস্থ ছিলাম তখন যেখানে আমার জন্য দোয়া হয়নি। ৮০ শতাংশ কাজ হয়ে গেছে আমার কাজিম ভাই বলেন,। বলি মাত্র ২০ শতাংশ হয়েছে, আরও ৮০ শতাংশ কাজ বাকি। আমি পরিশ্রম করেছি। আমি রাস্তার ধারে মুরগি বিক্রি করেছি, বাস চালিয়েছি । কাজ করতে ভয় পায় আজকের ইয়াং ছেলেরা, কাজ কাজই, এটা ইমানের অঙ্গ। এখনও আমি সকালে উঠে গরুর দুধ বিক্রি করি, গরু বিক্রি করি। আমার দাদা-বাবাকে চেনেন আপনারা।
আমারআমার বড় ভাই-ছোট ভাইকেও চেনেন। আমাকে একটু পরে চিনেছেন। আমি রাস্তার মানুষ। আমার কাজিম ভাই বলেন, ৮০ শতাংশ কাজ হয়ে গেছে। এটার নাম নাগিনা জোহা সড়ক হবে। আমার এলাকায় কোনো দলাদলি নেই।ভালোবাসার মানুষ সবাই আমার আমি অন্য জায়গায় বলি আমাকে ভালো না লাগলে অন্য জায়গায় ভোট দিন। এটা আমার বাড়ি, সাত তারিখ আপনার প্রথম কাজ, সকাল সকাল লাঙ্গল মার্কায় একটি ভোট দেবেন।
এসময় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আমলাপাড়া বৃহত্তর পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মোঃ হানিফ সরদার।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোঃ বাদল এসময় আরও উপস্হিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জাতীয় পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন, জেলা যুব সংহতির আহ্বায়ক রিপন ভাওয়াল, ১৩নং- ওয়ার্ড জাতীয় পার্টির আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী, যুগ্ন আহ্ববায়ক হারুন উর রশিদ, শেখ মনির হোসেন, সদস্য সচিব মতিউর রহমান মুক্তি, মোঃ আনোয়ার হোসেন,মীর্জা মনিরুজ্জামসন, , মোঃ হানিফ মিয়া, জাকির হোসেন, আব্দুল কাদির, মৎস্যজীবী লীগের নেতা মোঃ রাজা হোসেন জনি খাঁন, মোজ্জামেল হোসেন লিটন, মানিক সরদার সহ প্রমূখ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics