Daily Frontier News
Daily Frontier News

আনন্দ মিছিল বিজয়নগর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে সামনে সমাবেশ অনুষ্ঠিত

 

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-

 

.   দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই সন্ধ্যায় আনন্দ মিছিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলী বিজয়নগর উপজেলা শাখা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের বিজয়নগর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়

.   উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বকুল বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃনাল চৌধুরী লিটন ইউনিয়ন আওয়ামীলীগ ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসাক সরকার সাধারণ সম্পাদক নুরুল আমিন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর কবির সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস সরকার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুনির্মল সাহা সাধারণ সম্পাদক এমদাদ সাগর ইউনিয়ন যুবলীগের সভাপতি রাষ্ট্র মিয়া।

.   বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় আনন্দ মিছিল বাহির হয় আনন্দ মিছিল সমাবেশে বক্তারা বলেন আনন্দ মিছিলে ফলে সন্ত্রাসীরা ভেসে যাবে এবং তাদের খুঁজে পাওয়া যাবে না। অবরোধ বিরোধী সমাবেশে বলেন, দু একটা চোরাগোপ্তা হামলা করে নির্বাচন ঠেকানো যাবে না।

.    সমাবেশে দলের নেতারা বলেন, মানুষ নির্বাচনমুখী। এখন থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না বিজয়নগর আওয়ামী লীগ।

Daily Frontier News