Daily Frontier News
Daily Frontier News

ছাতকে দু’দিন যা’বত মিনহাজ উদ্দিন(১৭) নি’খোঁ’জ

 

 

ছাতক প্রতিনিধিঃ-

সুনামগঞ্জের ছাতকে দু’দিন যাবত মিনহাজ উদ্দিন(১৭) নামের এক যু’বক নি’খোঁ’জ হয়েছে।
সে উপজেলার সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের জয়নাল উদ্দিনের পুত্র।পরিবার সু’ত্রে জানাযায় গত মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬.৩০ মিনিটের সময় বাতিরকান্দিস্থ তার খালার বাড়ী থেকে তার নিজ বাড়ী কেশবপুরে দোকান খুলার উ’দ্দেশ্যে রওয়া হয়। এরপর থেকে তার স’ন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভা’ব্য সকল স্থা’নে খো’জাখুজি করেও তার স’ন্ধা’ন পায়নি পরিবার। এ বিষয়ে ১ নভেম্বর বুধবার তার বড় ভাই জুয়েল আহমদ বাদী হয়ে ছাতক থানায় সাধারন ডা’য়েরী নং ৩৯/২৩ দায়ের করেন।
নি’খোঁ’জ ব্য’ক্তির স’ন্ধান পেলে যোগাযোগ করবেন ছাতক থানা ডিউটি অফিসার -০১৩২০-১২০৮২১।

Daily Frontier News