Daily Frontier News
Daily Frontier News

কিডনি বিশেষজ্ঞ ডাক্তার ইউশা এ এফ আনসারী এখন রোগী দেখবেন ধানমন্ডির আল আফিয়া ডায়ালাইসিস সেন্টারে

 

নূর হোসাইন :-

 

কিডনি বিশেষজ্ঞ ডাক্তার ইউশা এ এফ আনসারী এমবিবিএস, এমডি (নেফ্রোলজি ) এখন রোগী দেখবেন ধানমন্ডির আল আফিয়া ডায়ালাইসিস সেন্টারে । তিনি ফরমার রিসার্চ ফেলো – বারডেম , ও সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ঢাকার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ । এখন নিয়মিত ঢাকার ধানমন্ডির ২ নং রোডে অবস্থিত ওহাব পয়েন্ট লিফটের -৪ এ প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের আল আফিয়া ডায়ালাইসিস সেন্টারে রোগী দেখার ইচ্ছে পোষণ করেছেন । এই কিডনি বিশেষজ্ঞ ডাক্তার ইউশা এ এফ আনসারী এর সাথে সরাসরি কথা হলে তিনি বলেন ডাক্তারি পেশাটা একটা সেবা পেশাা , মানুষকে সেবা দিয়েই আমি আনন্দ পাই, ঢাকার গ্রীনরোডে আমার বাসা থাকায় পাশাপাশি ধানমন্ডির এই আল আফিয়া ডায়ালিসিস সেন্টারে বসার ইচ্ছে পোষণ করি , যাতে করে এর আশেপাশের পেসেন্ট গুলো আমাকে দেখাতে পারে এবং তারা সহজেই সেবা পায় এজন্যই এই সিদ্ধান্ত নেওয়া । আপাতত বিকেল ৫ ঘটিকার সময় প্রতি বৃহস্পতি ও শুক্রবার তিনি এই সেন্টারে বসার ইচ্ছে পোষণ করেন ।

Daily Frontier News