Daily Frontier News
Daily Frontier News

ঈদের শুভেচ্ছা জানালেন প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার

 

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তাহিরপুর উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার।

সোমবার (২৬ জুন) এক বাণীতে এই শুভেচ্ছা জানান তিনি।

ঈদ শুভেচ্ছা বার্তায় প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। মহান আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির মূল শিক্ষা। কোরবানির প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা। আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রত হওয়াই কোরবানির মর্মবাণী। তাই পশু কোরবানির পাশাপাশি মনের পশুত্ব কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রত হওয়াই আমাদের কর্তব্য।

প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার আরো বলেন, ঈদ আমাদের শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। ঈদ হল শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা রইল। সবাইকে ঈদ মোবারক!

Daily Frontier News