Daily Frontier News
Daily Frontier News

সমাজকল্যাণমূলক সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন” প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

 

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ (সমাজকল্যাণ মন্ত্রণালয়) এর অধীনে “সমাজকল্যাণমূলক সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন”শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি -২০২২-২৩ এর ১০ ব্যাচের সমাপনী অনুষ্ঠান গত ৫ জানুয়ারি, বৃহস্পতিবার পরিষদের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সমাজ কল্যাণ পরিষদ এর নিবার্হী সচিব (যুগ্নসচিব) মোহাম্মদ জসিম উদ্দিন।
জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উপ-পরিচালক ভবেন্দ্র নাথ বাড়ৈ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফারহানা আক্তার, উপ-পরিচালক (মূল্যায়ন) । প্রশিক্ষণ কমকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ হারুনার রশীদ এর পরিচালনায় ২২ টি জেলার ৪১ জন সমাজ কর্মী উক্ত কোর্সে অংশ গ্রহণ করেন। সমাজকর্মীর স্বীকৃতি এবং উল্লেখিত প্রশিক্ষণ কোর্সটি সফলভাবে সম্পন্ন করেছেন আলোকিত যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও আনন্দ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির। প্রশিক্ষণ শেষে তিনি সংস্থার কার্যালয়ে এলে সংগঠনের সদস্যরা তাকে শুভেচ্ছা জানান। তিনি প্রশিক্ষণর অভিজ্ঞতা বর্ণনা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

Daily Frontier News