Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে খামার স্থাপন,সম্প্রচারণ ও বায়ো গ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

 

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।

 

বুড়িচং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) তৃতীয় পর্যায়ে (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্পের সমন্বিত খামার স্থাপন ও সম্প্রচারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে।
৬ জুন, মঙ্গলবার দুপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ কক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা জেলার উপ-পরিচালক মোঃ সামসুজ্জামান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,এসিটেন্ট ইন্জিনিয়ার মোঃ সাহাদাৎ হোসেন, ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার সানজিদা আক্তার ও জাতীয় সাংবাদিক সংস্থা, বুড়িচং উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার কাজী মোঃ মজিবুর রহমান ও মোঃ ফজলে রাব্বী সহযোগিতায় উক্ত সমাপনী অনুষ্ঠানে ২০ জন প্রশিক্ষণার্থীকে সম্মানী ভাতা ও সনদপত্র প্রদান করা হয়।

Daily Frontier News