Daily Frontier News
Daily Frontier News

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোর্ড গঠন; অধ্যাপক হেদায়েত পুনরায় সভাপতি নির্বাচিত

 

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সমিতি পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)¬ বিকেলে সমিতির সভাকক্ষে ৭টি এলাকার ১৩ জন পরিচালকের দেওয়া গোপন ব্যালটের ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে চান্দিনা মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. হেদায়েত উল্লাহ্ দ্বিতীয়বারের মতো সমিতি পরিচালনা বোর্ডের সভাপতি নির্বাচিত হন।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক শাহাদাৎ হোসেন।

এছাড়া গৌরাঙ্গ পদ রায় চৌধুরী সহ-সভাপতি, ওমর ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মোট ১৩ সদস্য বিশিষ্ট সমিতি বোর্ড গঠন করা হয়। এর আগে সকালে সমিতির প্রধান কার্যালয়ে ৩৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Daily Frontier News