Daily Frontier News
Daily Frontier News

হারবাং সার্বজনীন শ্রীশ্রী রাস মহোসব সম্পন্ন

 

পলাশকান্তি নাথ চট্টগ্রাম

হারবাং সার্বজনীন শ্রীশ্রী রাস মহোসব উদযাপন পরিষদের উদ্দ্যোগে ৪ দিন ব্যাপী ২৫ নভেম্বর সকাল ৮ ঘটিকায় বণার্ঢ্য মহাশোভাযাত্র, মহতী ধর্মসভা, সংগীতানুষ্ঠান, প্রতিমা প্রদর্শনী ও ষোড়শ প্রহরব্যাপী তারকব্রহ্ম অখণ্ড মহানামযজ্ঞ সম্পন্ন হয়। এতে ২৫ নভেম্বর ব্রাহ্ম মুহূর্তে ঊষাকীত্তনের পর মঙ্গলশোভাযাত্রা, সকাল ১০টায় গীতাপাঠ, দুপুর ২ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, গোধুলী লগ্নে মহানামযজ্ঞের শুভাধিবাস, সন্ধ্যা ৭ টায় মহতী ধর্মসভা আরম্ভ হয়। সুভাষ ধরের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন শ্রীপুন্ডরীকধামের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, সন্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, প্রকৌ অরুপ চক্রবত্তী, চকরিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ আলমগীর, প্রকৌ, নীপেশ রঞ্জন হোর, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মেহরাজ উদ্দিন মিরাজ, পরিমল ধর, বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমদ শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী, নিখিল বন্ধু ধর, অরবিন্দ ধর, এস কে আচার্য্য, সুজন ধর, হারবাং ফাঁড়ি ইনচার্জ মোঃ জাহাঙ্গীর, ইউপি সদস্য মো ইলিয়াস প্রমুখ। সভার উদ্বোধক ছিলেন ডা বিমল ধর, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন বিন্দু ধর। প্রকৌ বিশাল আচার্য্য, রাজু ধর ও তীব্র ধরের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সভাপতি কেশব কুমার ধর ও অজয় ধর বাপন, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কৃষ্ণ পদ আচার্য্য। ২৬, ২৭ নভেম্বর ২দিন অহোরাত্র মহানাম সংকীর্তনের পর ২৮ নভেম্বর মহানামযজ্ঞের পুর্নাহুতি ও মোহান্ত বিদায়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

Daily Frontier News