Daily Frontier News
Daily Frontier News

লাকসামে হরেকৃষ্ণ নামহট্ট সংঘের ১৮তম বর্ষপূর্তি উদযাপন

জামাল উদ্দিন স্বপন কুমিল্লা 

কুমিল্লার লাকসামে হরেকৃষ্ণ নামহট্ট সংঘের ১৮তম বর্ষপূতি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে লাকসাম পৌরশহরের কেন্দ্রীয় ইসকন প্রচার কেন্দ্র ও কীর্তন মন্দির থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথ মন্দির হয়ে পুনরায় ইসকন মন্দিরে এসে শেষ হয়। এছাড়াও বৈদিক জ্ঞানT প্রতিযোগিতা,ভজন কীর্তন মেলা,সন্ধ্যা আরতি, ভাগবতীয় আলোচনা, বৈদিক নৃত্য-নাটিকা এবং মহাপ্রসাদের আয়োজন করা হয়।
মঙ্গল শোভাযাত্রাটি উদ্বোধন করেন
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা
আব্দুল হাই সিদ্দিকী,লাকসাম থানার ওসি শাহাবুদ্দিন খান প্রমূখ।
আশীর্বাদক ছিলেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।
প্রধান আলোচক ছিলেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী,
বিশেষ আলোচক ছিলেন শ্রীপাদ ডঃ তপ চৈতন্য দাস ব্রহ্মচারী সাবেক উপাচার্য নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি,খুলনা।
লাকসাম ইসকন মন্দির প্রচার কেন্দ্র ও কীর্তন মন্দিরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ সুদর্শন জগন্নাথ দাস ব্রক্ষ্মচারী।

Daily Frontier News