Daily Frontier News
Daily Frontier News

নবীগঞ্জে ৮৬টি পূজা মন্ডপে দূর্গোৎসব নিয়ন্ত্রণ রাখতে থানা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় ভলান্ডিয়ার, সিসি টিভি ও নৈশ প্রহরী দেওয়া হবে

 

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:-

 

সারাদেশের ন্যায় হবিগঞ্জের নবীগঞ্জে আসন্ন শারর্দীয় দূর্গা পূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষে নবীগঞ্জ থানা প্রশাসনের উদ্যেগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ আল হেলাল কমিউনিটি সেন্টারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদের সভাপতিত্বে এসআই স্বপন চন্দ্র সরকার ও ইউপি চেয়ারম্যান নির্মুলেন্দু দাশ রানা’র যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, ওসি অপারেশন আব্দুল কাইয়ুম, প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওসার আলম, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামসুদ্দিন খাঁন, পৌর কাউন্সিলর যুবরাজ ঘোপ, পৌর কাউন্সিলর ফজল চৌধুরী, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবুল রায়, অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা সরজিৎ পাল, এএসআই জাহাঙ্গীর আলম, নন্দি দাশ শীমান্ত সহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখন, বিপ্লব দাশ, গৌরাঙ্গ লাল, পিকলু চৌধুরী, ইন্দ্রজিৎ সিংহ, মিন্টু পুরকায়স্থ, লিটন দেব, শীকান্ত রবিদাশ,নৃপেশ সূত্র ধর, পংকজ সেন, মানিক লাল সহ আরো অনেকেই। এছাড়াও নবীগঞ্জ থানায় কর্মরত এসআই, এএসআইসহ পুলিশ সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন।

সভায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় নবীগঞ্জে ৮৬টি পূজা মন্ডপে দূর্গোৎসব পালনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন প্রস্তুুত রয়েছে। পাশাপাশি প্রতিটি মন্ডপে পূজা পরিষদের নেতৃবৃন্দকেও ভলান্ডিয়ার নিয়োগ, সিসি টিভি স্থাপনসহ নৈশ প্রহরী নিয়োগে পরামর্শ দেয়া হয়।

Daily Frontier News