Daily Frontier News
Daily Frontier News

ইমাম-মোয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের সরকারি ভাতার ব্যবস্থা করা হবে- শওকত মাহমুদ

 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

 

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী, সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেছেন, ইমাম মোয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতরা সমাজের ধর্মীয় নৈতিক শিক্ষা প্রদান করে।

কিন্তু আজকে দেশে তারাই সবচেয়ে বেশি মানবেত জীবন যাপন করছে, তাই তাদেরকে সরকারি ভাতার ব্যবস্থা করা হবে।

সোমবার ২৫ ডিসেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর, শংকুচাইল, রাজাপুর পাচোরা, চড়ানল ও বালেশ্বর এলাকায় গণসংযোগ উঠান বৈঠক শেষে এ কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার বিভিন্ন পর্যায়ে ভাতা দিলেও ইমাম মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতরা বঞ্চিত। তাই তিনি নির্বাচিত হলে তাদের সরকারিভাবে ভাতার ব্যবস্থা করে জীবন মান উন্নয়ন করবেন।

এছাড়াও তিনি বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গন সংযোগ শেষে একাধিক নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

এসময় তিনি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Daily Frontier News