মাসুদ পারভেজ
চট্টগ্রাম: হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. হাসান তারেক (২৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মেখল ইউনিয়ন পরিষদ ২ নম্বর ওয়ার্ডের জান আলী চৌধুরী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাসান তারেক ১ নম্বর ওয়ার্ড গিয়াস চেয়ারম্যান বাড়ির মো. আলীর পুত্র। তিনি ৪ মাস পূর্বে বিয়ে করেন।
দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন। জন্মের আগে বাবা তার মাকে ফেলে চলে যান।
জানা গেছে, সকালে কাজে যাওয়ার সময় রাস্তার ওপর রাখা ইট-বালির স্তূপের সামনে রাঙামাটিমুখী মাছভর্তি পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চমেক হাসপাতালে পাঠায়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাউজান হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে। পিকআপটি আটকের চেষ্টা হলছে।
অন্য দিকে
চট্টগ্রাম: রাউজানে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ইলিয়াছ মিয়া (২৬) নামে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াছ রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের জানিপাথর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে সিএনজি অটোরিকশা চালকসহ চার জন গুরুতর আহত। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালককে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত তিন যাত্রীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics