মোঃ রাসেল চৌধুরী বান্দরবান
বান্দরবানে বিষাক্ত সাপের কামড়ে চিরন্তন চাকমা (৪৯) নামে এক তুলা গবেষণা কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। চিরন্তন চাকমা (৪৯) বালাঘাটা পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্রের ইউনিট কটন অফিসার ও রাঙামাটির বনরূপা পাড়া এলাকার মৃনাল কান্তি চাকমার ছেলে।
শনিবার (১৭ জুন) রাত ১১টায় বালাঘাটা পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্রের স্টাফ কোয়ার্টারে এঘটনা ঘটে।
বান্দরবান সিভিলসার্জন ডাক্তার নিহারঞ্জন নন্দী বলেন, গতকাল সাপে কাটা রোগীকে এন্টিভেনম দেওয়া হয়েছিল। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার প্রয়োজনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মংসানু মারমা মৃতের পরিবারের বরাতে জানান ১৭ জুন শনিবার দিনগত রাত সাড়ে ১০টায় দোকান থেকে তুলা গবেষণা কেন্দ্রের কোয়ার্টারের বাসায় ফেরার বাসার উঠানে বিষাক্ত সাপে কাটে তাকে। এরপর উদ্ধার করে তাকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার প্রয়োজনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics