Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে মধ্যরাতে আগুনে পুড়ে ১৫টি মুদি দোকান ছাই

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

কুমিল্লার বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার কংশনগর বাজারে বুধবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।

ওই বাজারের ইউসুফ স্টোরের স্বত্ত্বাধিকারী আবু ইউসুফ বলেন, আগুনের ঘটনা শুনে বাজারে এসে দেখি আমার সব শেষ। আমি এখন কী করব?

কাশেম স্টের্সের স্বত্তাধিকারী হাসান কোনো কথাই বলতে পারছেন না। একই অবস্থা আরেক দোকানি রঞ্জিত দত্তের। তার চোখের কোণে পানি টলমল করছে।

সাদ্দাম ব্রয়লার হাউজের স্বত্তাধিকারী সাদ্দাম বলেন, সাড়ে ৩ শ মুরগি পুড়ে গেছে। আমার মতো সবার অবস্থা। একটা খড়কুটোও নেই। সব পুড়ে গেছে।

কংশনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, রাত প্রায় ২টায় বাজারের নৈশপ্রহরী ফোন করে জানায় বাজারে আগুন লেগছে। ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিসকে ফোন দেই। চোখের সামনে দোকানপাট পুড়তে দেখেছি। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে দোকানিরা মালামাল এনেছেন। এখন সব পুড়ে গেছে। কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে গেল।

কুমিল্লা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। সবগুলো দোকান টিনের। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা কুমিল্লাসহ অন্যান্য উপজেলা থেকে মোট চারটি ইউনিট একযোগে কাজ করেছি। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

Daily Frontier News