শাহীন বিশ্বাস, সাতক্ষীরা জেলা প্রতিনিধি॥
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা মির্জাপুর নামক স্থানে কাঁশবনবাহী একটি ট্রাক পার্কিং করে রাখা ছিল। এদিকে সাতক্ষীরা গামী একটি মালবাহী ট্রাক পার্কিং করে রাখা ট্রাকটিকে ধাক্কা দিলে খাঁদে পড়ে গিয়ে ট্রাকটির সামনে দুমড়ে মুচড়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাক যার নাম্বার: ঢাকা মেট্রো-ট-২২-২০৬৫ সাতক্ষীরার উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে মির্জাপুর নামক স্থানে আসলে বাম পাশে পার্কিং করা ফরিদপুর থেকে কাশবনবাহী ট্রাক যার নং: খুলনা-মেট্রো-ট-১১-১৯০০ কে ধাক্কা দিলে ঐ সময় জগদানন্দকাটি গ্রাম থেকে আসা রাস্তা দিয়ে এক মটরসাইকেল আরোহী মহাসড়কে উঠতে গিয়ে ট্রাকের নিচে পড়ে। তখন মটরসাইকেল আরোহী ছিটকে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। মটরসাইকেলটি ট্রাকের নিচে পড়ে চূর্ণ বিচুর্ণ হলেও মাসুম (৩০) এ যাত্রায় প্রাণে রক্ষা পায়। এ ব্যাপারে চুকনগর হাইওয়ে পুলিশের কাছে জানতে চাইলে বলেন, ট্রাকটি জব্দ করে আমাদের হেফাজাতে রেখেছি তবে কেও আহত বা নিহত হয়নি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics