তপন দাস
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলায় নদী থেকে জাহাঙ্গীর আলম(৪৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারী চারাল কাঠা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জাহাঙ্গীর আলম (৪৫) টেংগনমারী পাশারি পাড়া এলাকার মৃত নছর উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানান, বৃহ¯পতিবার (২২ জুন) রাতে জুয়া খেলার সময় পুলিশ ধাওয়া করলে দৌড়ে পালিয়ে যায় জাহাঙ্গীর সহ তার সহযোগীরা। এরপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। শুক্রবার দুপুরে ভাসমান অবস্থায় নদীতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে নদী থেকে মরদেহটি জাহাঙ্গীরের নিজ বাসায় নিয়ে যায় তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুল আলম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য জাহাঙ্গীরের বাড়ি থেকে নিয়ে আসা হয়। ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানানো হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics