Daily Frontier News
Daily Frontier News

নীলফামারীতে বিদ্যুৎতায়িত ঘরে শক লেগে ২ শিশুর মৃত্যু

 

তপন দাস

নীলফামারী প্রতিনিধি

 

নীলফামারীতে বিদ্যুৎতায়িত হওয়া ঘরে হাত লেগে শক খেয়ে মারা গেলো ২ অবুঝ শিশু। আজ রবিবার দুপুরে নীলফামারীর সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া নামক এলাকায় এই ঘটনা টি ঘটে। নিহত ২ শিশু হলো ইন্তাজুল হকের মেয়ে লিমা আক্তার (৯) ও একই এলাকার এনামুল হকের ছেলে আরিফ হোসেন (৬)। সরজমিনে গিয়ে জানা যায় আজ দুপুরে তারা একসাথে খেলা করার সময় হঠাৎ একটি ঘরে হাত দেয় তখন একে অপরকে ছুয়ে থাকার কারণে ২ জনে মারা যায় এঘটনায় আরো জানা যায় যে বাড়িতে অটোরিকশা চার্জ দেয়ার জন্য ঘরের চাটির সাথে পেচিয়ে রাখা তার ঘরের চাটির সাথে লাগলে পুরো বাড়ি বিদ্যুৎতায়িত হয় তখন তারা এবিষয়টি জানতে পারলে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে বাচ্চা ২ টিকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করে । এবিষয়ে নীলফামারী সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন বিদ্যুৎ শকে শিশু ২ টির মৃত্যু হয় এজন্য থানায় একটি ইউডি মামলা হয়েছে তবে এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Daily Frontier News