Daily Frontier News
Daily Frontier News

ছাতকে হাসপাতালে ফের বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক আহত এক গাড়ীতে হামলা

 

ছাতক প্রতিনিধিঃ-

ছাতকের গোবিন্দগঞ্জে নির্মানাধীন হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ফের আরেক যুবক আহত হয়েছে।
সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের রইছ আলীর ছেলে শ্রমিক সাইদুল হক (২৩)।
এঘটনার খবরে তাৎক্ষনিক উপস্থিত হওয়া জনতা ক্ষোদ্ধ হয়ে হাসপাতালের পরিচালক আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে এমপি প্রার্থী আইয়ুব করম আলীর নির্বাচনী লিফলেট সম্বলিত নোহা গাড়ীর উপর হামলা চালালে চালক আহত ও নোহার গ্লাস ভাংচুরের খবর পাওয়া গেছে।

জানা যায়, গোবিন্দগঞ্জ নির্মানাধীন (প্রাইভেট) হাসপাতালে গত সোমবার সকালে কাজ করতে যান শ্রমিক সাইদুল। হাসপাতালের ২য় তলার প্রায় ১ফুট দুরত্বে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)’র অরক্ষিত ৩৩ কেভি ভোল্টের বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয় শ্রমিক সাইদুল। স্থানীয়রা গুরুতর আহতবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
একই স্থানে গত ১৯ জুলাই বিদ্যুস্পৃষ্ট ছৈলা আফজলাবাদ ইউপির বাগইন গ্রামের দৌলত মিয়ার ছেলে মিনহাজুর রহমান রনি (১৫)  বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়ে শেখ হাসিনা বার্ন  ইউনিটে ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর ১৪ আগস্টে সে মারা যায়।

এ ব্যাপারে তকিপুর গ্রামের একাধিক মুরব্বি অভিযোগ করে বলেন,  হাসপাতালের দেয়ালের সাথে ঘেষে যাওয়া বিদ্যুৎ লাইনের পাশে কাজ করতে শ্রমিকের কোন নিরাপত্তা নেই। বিদ্যুৎ লাইন সংস্কার না করা হলে এভাবে প্রতিদিন শ্রমিকরা আহত হবে। বিদ্যুৎস্পৃষ্টে রনি মারা গেছে, এখন সাইদুলের কি হয় একমাত্র আল্লাহই জানেন।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক, দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি প্রার্থী আইয়ুব করম আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ হয়নি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম জানান, এ ব্যাপারে কোন অভিযোগ আসেনী, অভিযোগ আসলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Daily Frontier News