Daily Frontier News
Daily Frontier News

গাজীপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

 

মোঃ দলিল উদ্দিন গাজীপুর

 

গাজীপুরের শ্রীপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পৌরসভার মণ্ডলবাড়ির চৌকিদার ভিটায় আবু সাঈদের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেত্রকোনা সদর থানার দিঘজান গ্রামের সোনা মিয়ার ছেলে মো. মোখলেস (৪৫) ও ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার জয়নাল আবেদিনের ছেলে মো. মাসুম (২৪)।

স্থানীয়রা জানান, চৌকিদার ভিটায় আবু সাঈদের নির্মাণাধীন বহুতল ভবনের কাজ চলছে। দুই মাস আগে ওই বাড়িতে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। নির্মাণ করা সেপটিক ট্যাংকের ভেতরে বাঁশ ও কাঠ খুলতে আজ সকালে মোখলেস ও মাসুম ভেতরে নামেন। তবে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও তাদের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে পাশের অপর একটি বাড়িতে কাজ করা তাদের সহকর্মী মোখলেসের মোবাইলফোনে কল দিয়ে তা বন্ধ পায়। পরে সহকর্মী রুহুল আমিন ঘটনাস্থলে এসে ট্যাংকের পানিতে তাদের ভাসতে দেখে পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শাখাওয়াত হোসেন বলেন, ট্যাংক ভেতর থেকে শ্রমিকদের মরদেহ তুলে আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Daily Frontier News