Daily Frontier News
Daily Frontier News

গাজীপুরে ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু

 

দলিল উদ্দিন গাজীপুর

গাজীপুরে ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন হারিকেন এলাকায় ট্রাকচাপায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক হলেন, গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় মিছির আলীর ছেলে ফকরুল ইসলাম (৫২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ভ্যান নিয়ে রাস্তা পার হচ্ছিলেন ফকরুল। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ আলম বলেন, ট্রাকচাপায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Daily Frontier News