নিজস্ব প্রতিনিধি।
০৫/০৯/২০২৩ ইং রোজ মঙ্গলবার সন্ধ্যা (আনুঃ) ৭ ঘটিকার সময় অটোরিকশা/মিশুক-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে মিশুক গাড়ীতে থাকা ড্রাইভার আলতাফ সিকদার ছিটকে পড়ে যায় তিনি (মালেক সিকদার আঃ ছালাম সিকদারের ভাতিজা)তিনি মারাত্মক আঘাতপ্রাপ্ত হলে তাৎক্ষণিক পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয় পথিমধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানান তিনি আর বেঁচে নেই তিনি মৃত্যু ঘোষনা করেন।জানা যায় আমখোলা থেকে একটি বোরাক/ মিশুক গাড়ী ৮জন যাত্রী নিয়ে পাকা রাস্তার মাথায় যাওয়ার সময় ট্রাকের সাথে সজোড়ে ধাক্কায় এমন দুর্ঘটনা ঘটে এতে একজন নিহত এ ঘটনায় গাড়ীতে থাকা আরো ৭ জনের অবস্থাও আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় সুত্রে জানা যায় একটি ট্রাক রাস্তায় দারানো ছিল কোন বাতি জালানো ছিলনা বা এন্টিকাটার বাতীও নিভানো ছিল রাতের অধারে খেয়ালে আনতে না পেরে অপর দিক থেকে আরেকটি মিশুক আসায় দুর্ঘটনার শিকার মিশুকে থাকা যাত্রীদের মারাত্মক দুর্ঘটনায় পতিত হতে হয় দুর্ঘটনায় পতিত গাড়ীটি (আমখোলা টু পাকা রাস্তার মাথা পর্যন্ত) এতে স্থানীয় সাধারণ মানুষের মনে ভয়ের সঞ্চার ঘটে। সরকারের কাছে স্থানীয় মানুষের দাবী অতিদ্রুত রাস্তায় সড়ক বাতি দেওয়া হোক এবং অদক্ষ ড্রাইভারের হাতে কোন গাড়ী যেন দেওয়া না হয়।এমন দুর্ঘটনায় কোন মা যেন সন্তানহারা না হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics