শাহিন বিশ্বাস:-
খুলনা-পাইকগাছা সড়কে হরিহরনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি পিকনিকের বাস দুর্ঘটনার শিকার হয়েছে।
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি রাত ১১ টায় সাতক্ষীরা তালার জাতপুর বটতলা সংলগ্ন ঈদগার সামনে এ দুর্ঘটনা ঘটে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি শিক্ষার্থীদের নিয়ে পিকনিক শেষে ফিরছিল। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে অনেক শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠান।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
এ দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics