Daily Frontier News
Daily Frontier News

সিঙ্গাপুরে গ্রান্ড হায়াত হোটেল এপিআরআইজিএফ এর সাইড লাইনে বিআইজিএফ-আইকান গুরুত্বপূর্ণ এক সভায়– জাসদ সভাপতি, হাসানুল হক (ইনু) এমপি যোগদান ।।

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ- 

 

.             ১২ই সেপ্টেম্বর, ২০২২ইং গ্রান্ড হায়াত হোটেল সিঙ্গাপুরে এপিআরআইজিএফ এর সাইড লাইনে বিআইজিএফ-আইকান গুরুত্বপূর্ণ এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃত্ব দেন, জাসদ সভাপতি,  H.E. Hasanul Haq Inu, MP, Chairperson, UN Bangladesh Internet Governance Forum (BIGF) & Chairman, Parliamentary Standing Committee for the Ministry of Information & Broadcasting, সাথে ছিলেন Mohammad Abdul Haque Anu, Secretary General, Bangladesh Internet Governance Forum (BIGF)। আইকানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন Mr. Jia Rong Low, VP & Managing Director, Asia Pacific, Internet Corporation for Assigned Names and Numbers (ICANN), Ms. Melosy Au, Stakeholder Engagement Regional Analyst, Asia Pacific and Ms. Yien Chyn Tan, Stakeholder Engagement Manager Asia Pacific.

.             সভার এজেন্ডাগুলো ছিল:
1) Multilingual Internet
ICANN-এর সম্প্রতি লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে Multilingual Internet। বিআইজিএফ-এর পক্ষ থেকে এই উদ্যোগের জন্য স্বাগত এবং ধন্যবাদ জানানো।

• .              বাংলা Top-Level Domains (TLDs) ব্যাবহারটা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে ICANN-এর সহযোগিত চাওয়া।
• .বাংলা Top-Level Domains (TLDs) যাতে করে দ্রুত Universal Acceptance (UA) পায় তার জন্য ICANN-এর সহযোগিতা চাওয়া
• ICANN কর্তৃক Next Round Generic top-level domains (gTLDs) দ্রুত শুরু করার আহবান জানানো। আর যখন শুরু হবে, তখন বাংলা ভাষা যাতে অবশ্যই গুরুত্ব পায় সে ব্যাপারে আশ্বস্ত করা। তার নেতৃত্বে যাতে অবশ্যই বাংলাদেশ থাকে সেটিকে কনফার্ম করা। উক্ত বিষয়ে multistakeholder অংশগ্রহণের মাধ্যমে ICANN, Bangladesh Internet Governance Forum যৌথভাবে এগুতে চায়। gTLDs হচ্ছে যেমন .বাংলাদেশ (ডট বাংলাদেশ), .ঢাকা, .সুন্দরবন, .ইলিশ, .জামদানি ইত্যাদি।

2) Cyber Security
• DNS Abuse
• Fishing Attract
• Research
উক্ত বিষয়গুলো নিয়ে multistakeholder অংশগ্রহণের মাধ্যমে ICANN, Bangladesh Internet Governance Forum যৌথভাবে উদ্যোগ গ্রহন করা।

3) Unicode Consortium
Unicode Consortium –এ বাংলা লিপি ইউনিফাইড নাই। যেমন য়, ড়, ঢ় (. + য = য়, . + ড = ড়, . + ঢ = ঢ়)। সে বিষয়ে ICANN –এর পক্ষ থেকে সমর্থন চাওয়া। যার কারনে বাংলা টপ লেভেল ডোমেইনে ভবিষ্যতে DNS Abuse অথবা Fishing Attract হওয়ার সম্ভবনা আছে। এর জন্য বাংলা লিপি ব্যবহারের ক্ষেত্রে Artificial Intelligence এবং Big Data Analytics এ সমস্যা দৃশ্যমান।

4) GAC Leadership & Support
The Governmental Advisory Committee (GAC) তে নেতৃত্বের ক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধিকে বিভিন্ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত করা এবং Support নিশ্চিত করা।

সভাটি বেশ সফল হয়েছে। ভবিষ্যতে বেশ কিছু উদ্যোগ একত্রে করা যাবে।

 

Daily Frontier News