Daily Frontier News
Daily Frontier News

শ্রীপুরে উৎসব মুখর পরিবেশে বই উৎসব পালিত

 

 

এস.এম দুর্জয়:-

 

বছরের প্রথম দিন সারাদেশের মতো উৎসব মুখর পরিবেশে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।বুধবার (১লা জানুয়ারি)২০২৫ ইং তারিখে সকালে উপজেলার তেলিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বই উৎসব পালিত হয়।তেলিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিয়ে কমিটির সভাপতি ও তেলিহাটি ইউনিয়ন জাসাসের সভাপতি এবং গাজীপুর জেলা জাসাসের আহ্বায়ক সদস্য আলীরাজ এর সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের দাতা সদস্য বীরমুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন মাস্টার,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,উপস্থিত ছিলেন,আয়েশা সিদ্দিকা,অনুষ্ঠানের সঞ্চালনা করেন,সহকারী শিক্ষক মানিক মিয়া এবং আল শরিফুজ্জামান।বছরের প্রথমদিন ছাত্রছাত্রীরা নতুন বই পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে।

Daily Frontier News