জালিস মাহমুদ, পিরোজপুর জেলা প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে দেশ আজ উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনাকে বলা হচ্ছে উন্নয়নের জাদুকর। তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
৬ মে (শুক্রবার) সকালে পিরোজপুরে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী বিতরণকালে এ কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল হাকিম হাওলাদার।
এ সময় পিরোজপুর সদর উপজেলাসহ নাজিরপুর ও নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় মোট ১ হাজার ৫০০ জন অসহায় ও দরিদ্রের মাঝে ২১ হাজার ৬০০ কেজি শুকনা খাবার বিতরণ করা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics