(প্রেস বিজ্ঞপ্তি)
১৪ ই ডিসেম্বর ২০২৩ খ্রি: তারিখে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল ঢাকায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল(টিডিএস) এ নানান আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় টিডিএস কনফারেন্স হলের পেছনে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে, দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া মোনাজাত করা হয়।
দিবসটি যথাযথ সম্মানের সাথে পালনের জন্য ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল ঢাকার ট্রেনিং অতিরিক্ত ডিআইজি ট্রেনিং,” জনাব মোহাম্মদ আব্দুল হালিম “মহোদয়ের উদ্যোগে ১০ মিনিটের প্রামাণ্যচিত্র সহ এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোহাম্মদ আব্দুল হালিম, অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং)ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল ঢাকা। উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ,জনাব মোঃ আব্দুস সাত্তার খান। ইন্সপেক্টর ট্রেনিং সহ অন্যান্য অফিসার ও সদস্যবৃন্দ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics