Daily Frontier News
Daily Frontier News

মানিকগঞ্জে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে বর্ষবরণ

 

সাধন সূত্রধ,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ:-

আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আনন্দময় নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করছেন জেলাবাসী। ধর্ম,বর্ণ নির্বিশেষে বাঙালি সাজে সজ্জিত সব বয়সের মানুষের স্মতস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখরতা ছড়িয়ে পড়েছে জেলা জুড়েই।

মানিকগঞ্জে বৈচিত্র্যময় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। রোববার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক রেহেনা আক্তারের নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি সরকারি উচ্চ বিদ্যালয় এর মাঠ হতে শুরু করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেহেনা আকতার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সিভিল সার্জন মোঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম , পৌর মেয়র মোঃ রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেলসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙ্গালী ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হয়।

Daily Frontier News