Daily Frontier News
Daily Frontier News

মহান মে দিবসকে সামনে রেখে আশুগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সাথে উপজেলার শ্রমিক নেতৃবৃন্দের পরামর্শ সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম, আশুগঞ্জ প্রতিনিধিঃ-

গতকাল ২৯ এপ্রিল রোজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আশুগঞ্জ উপজেলা অফিস কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া’র সাথে আশুগঞ্জ উপজেলার জাতীয় ও স্থানীয় প্রায় ৮টি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের প্রবীণ শ্রমিক নেতা হাবিবুল্লাহ বাহার মাষ্টার, প্রবীণ শ্রমিক ইউনিয়ন নেতা মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি: মাহালম, সাধারণ সম্পাদক: আবুল খায়ের। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ আশুগঞ্জ উপজেলা শাখার সভাপতি: ইদন মিয়া মিন্টু, সাধারণ সম্পাদক: মোঃ তানশেন আহমেদ। রিকশা ভ্যান ইজিবাইক চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অলেছ সরকার।চাতাল শ্রমিক ইউনিয়নের মিজানুর রহমানসহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
দুনিয়ার মজলুম এক হও ঐতিহাসিক এই শ্লোগান নিয়ে আশুগঞ্জ উপজেলা শ্রমিক নেতৃবৃন্দ আগামী ১লা মে ২০২৫ইং তারিখ বিকাল ৪ ঘটিকায় রেল ষ্টেশন সংলগ্ন নাটাল মাঠে আলোচনা সভা, র‌্যালী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবেন। এতে জাতীয় শ্রমিক নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন বলে জানান শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রমের ন্যায্য অধিকার নিয়ে শ্রমিকদের প্রাণ ও রক্তাক্ত ঐতিহাসিক সংগ্রামের একটি স্মরণীয় দিন হল আন্তর্জাতিক শ্রমিক দিবস যা মে দিবস হিসেবেও প্রতিষ্ঠিত। প্রতি বছর পহেলা মে তারিখটি পৃথিবীব্যাপী উদযাপন করে আসছে সচেতন শ্রমজীবী মানুষ, শ্রমজীবীদের সংগঠন, শ্রমিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলসমূহ এবং সরকারিভাবে বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় ৮০টি দেশে পহেলা মে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়। দিবসটি বিপুল উৎসাহ – উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় উদযাপন করা হবে।

 

Daily Frontier News