সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ সারা দেশের ন্যায় নাসিরনগর উপজেলায় বৈষম্য দূরীকরণ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়। উপজেলা চত্বরে সকালে এমপিভূক্ত মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, কর্মচারীদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস মিয়া, কুন্ডা উচ্চা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল হক, খান্দুরা মাদ্রাসার সুপার মাওলানা জহিরুল ইসলাম, গুনিয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিজানুর রহমান প্রমুখ। মানববন্ধনের শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট স্মারকলিপি প্রদান কর হয়।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics