মোঃ জয়নাল আবেদীন বিশেষ প্রতিনিধিঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া ৩১শে অক্টোবর ২০২৪ইং তারিখ হতে ২রা নভেম্বর ২০২৪ইং তারিখ পর্যন্ত সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপি/ক্যাম্পে দায়িত্বরত সদস্যদের কর্তৃক নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় উন্নতমানের ব্লেজারের থান কাপড়- ১২২৪ মিটার, ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের চশমা- ৭৮৭০ পিস, ভারতীয় বিভিন্ন প্রকার চকলেট-৩১৮০ পিস, ভারতীয় বিভিন্ন ব্রান্ডের এন্ড্রয়েড মোবাইল- ২৬টি, ভারতীয় বিভিন্ন প্রকার Dog & Cat এর ঔষধ সামগ্রী- ৩৬২ পিস, ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী- ৪৩ পিস, ভারতীয় ইস্কফ- ৪৩০ বোতল, ভারতীয় মদ- ৫৭ বোতল এবং ভারতীয় গাঁজা ১০ কেজি আটক করে।
. আটককৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ১,৩৪,৭৭,০০০ (এক কোটি চৌত্রিশ লক্ষ সাতাত্তর হাজার) টাকা। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল সমূহ আখাউড়া কাস্টমস্ অফিসে জমা আছে।
. মাদকদ্রব্য সমূহ সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবহিত করণ সাপেক্ষে পরবর্তীতে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
. লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি মিডিয়া প্রতিনিধি কে বলেন, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন প্রকার চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর ও অবৈধ চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে। আমরা দায়িত্ব পালনে সচেষ্ট আছি ।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics