ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্ট:-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা ৯ই ডিসেম্বর ২০২৪ইং, বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে,র্যালী,উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান, বিজয়নগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, বিকাল ৩ ঘটিকার সময়, বিজয়নগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়,বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে অনুষ্ঠিত হয়।
. উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ।উপস্থিত ছিলেন,জায়মান জাহান,বিজয়নগর উপজেলা মৎস্য কর্মকর্তা। জান্নাত সুলতানা, বিজয়নগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।আফরোজা বেগম,বিজয়নগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা। মোস্তাফিজুল কবির,বিজয়নগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। বান্টি রানী সূত্রধর,তথ্য সেবা কর্মকর্তা, বিজয়নগর উপজেলা।
. আরো উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ, ইউপি বুধন্তী,জনাব মোঃ এমদাদুল হোসেন। ইউপি চান্দুরা,জনাব মোঃ জায়মান জাহান (মংস্য)।ইউপি ইছাপুরা,জনাব মোস্তাফিজুল কবীর (যুব)। ইউপি চম্পকনগর,জনাব মোঃ সিরাজুল ইসলাম। ইউপি হরষপুর,জনাব মোঃ আবুল কাশেম। ইউপি পত্তন,জনাব মোঃ ওয়াছেক মিঞা। ইউপি সিংগারবিল মনিরুল ইসলাম ভূঁইয়া । ইউপি বিষ্ণুপুর,জনাব মিতা আক্তার।ইউপি চর ইসলামপুর,জনাব মোঃ ইমাম হোসেন । ইউপি পাহাড়পুর,জনাব সেলিনা আক্তার। সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই ।
. এ সময় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ “জয়িতা ২০২৪” নির্বাচন করে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয় ।
(১) ক্যাটাগরী-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী নামঃ- হিমা আক্তার,গ্রাম- লক্ষীমুড়া, পোঃ- পত্তন,উপজেলা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া(২) ক্যাটাগরী- শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নাম:- চমন আফরোজা,কলেজ শাখার ইসলামীক শিক্ষা বিভাগের প্রভাষক, নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।(৩) ক্যাটাগরী- সফল জননী নারী নাম:-হাছনা আরা বেগম,গ্রাম- বিষ্ণুপুর, পোঃ- বিষ্ণুপুর, উপজেলা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া(৪) ক্যাটাগরী- নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছাঃ হোছনা বেগম,গ্রাম- সাতগাঁও, পোঃ-সাতগাঁও উপজেলা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া(৫) ক্যাটাগরী- সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী নাম:-হালিমা আক্তার লিপি, গ্রাম- ইব্রাহিমপুর, পোঃ- চান্দুরা, উপজেলা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics