Daily Frontier News
Daily Frontier News

বিশ্বনাথে স্বাধীনতা দিবস উদযাপন

 

 

মোঃ ছালেক উদ্দিন, বিশ্বনাথ প্রতিনিধিঃ-

মহান স্বাধীনতা দিবস -২০২৫ উপলক্ষে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পরিবেশনার মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।

বুধবার (২৬শে মার্চ) সকালে বিশ্বনাথ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ, পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে উপজেলা প্রশাসন। এসময় উপজেলা প্রাঙ্গণে কুচকাওয়াজ ও সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, থানা পুলিশ , ফায়ারসার্ভিস, উপজেলা ভুমি, আনসার ভিডিপি, উপজেলা স্বাস্থ্য, পল্লী বিদ্যুৎতের বিশ্বনাথ জোনাল অফিস, উপজেলা বিএনপি, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের পক্ষে পুস্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে দিবসে প্রথম পারম্ভে ।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সংক্ষিপ্ত তাৎপর্য প্রদর্শনী, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ, স্কাউটও কাব দলের কুচকাওয়াজ প্রদর্শনী এবং তাদের হাতে পুরস্কার তুলে দেন নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে কুচকাওয়াজে অংশ গ্রহনকারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। পাশাপাশি বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের এক সংবর্ধনা প্রদান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে কর্তৃপক্ষ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলাউদ্দিন কাদের, থানা ইনচার্জ ওসি এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোঃ আবু সাঈদ, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, পৌর প্রশাসন কর্মকর্তা, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।

Daily Frontier News