ডাঃ মমতাজ রহমানঃ-
বিজয় দিবস, বিজয় দিবস তোমার আমার আনন্দ আর উচ্ছাসের বন্যা-সে যে শত বাঙালির রক্তে কেনা।বীরাঙ্গনা মায়ের না বলা কথার ভাজে,ভাই হারা বোনের অশ্রুর বিনিময়ে,
৭ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে অমূল্য এক রতন কিনেছে বাঙালি জাতি -আর তাই আমরা পেয়েছি আমাদের বিজয়ের নিশান।
বিশ্বের মানচিত্রে স্থান করে নেওয়া বাঙালি জাতির গর্ব, বাংলার বিজয় নিশান।সব হারিয়ে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে,স্বামী সন্তানহারা বৃদ্ধ মায়ের মুখের হাসি ফুটেছিল- বিজয়ের নিশান দেখে।বাংলার সূর্যসন্তানদের রক্ত এখনো মিশে আছে ওই বিজয়ের কেতনের সাথে।
বুকের চাপা কষ্ট গুলোকে ঢেকে রেখে, বিধবা মা আজও কেমন যেন বিজয় দিবসের অপেক্ষার প্রহর গুনে।বাঙালি জাতি বিশ্বের দরবারে দেখিয়ে দিয়েছে নতুন সূর্যোদয়ের সকাল,
রক্ত মাখা রুমাল, অথবা ভাইয়ের ছেঁড়া শার্ট,
বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত বাবার মুখ খানি,
হায়নাদের হাতে লাঞ্ছিত বিবস্ত্র কোন নারী,
সারারাত সন্তানের জন্য ডুকরে ডুকরে কাদা –
কোন অসুস্থ মা,,,,,
আজ এই বিজয়ের কেতন তাদের সবার জন্য।আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছি,আমাদের আছে মাতৃভাষা, আমাদের আছে মাতৃভূমি আর আমাদের বিজয়ের নিশান।যে বিজয়কে ছিনিয়ে এনেছিল বাঙালি জাতির গর্বিত সন্তানেরা সবকিছুর বিনিময়ে, সেই বিজয়কে অক্ষুণ্য রাখার জন্য আমরা শপথ নিলাম, এই বিজয়ের নিশানের মর্যাদা আমরা রাখবোই।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics