Daily Frontier News
Daily Frontier News

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে জাসদ

৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ । তারিখ: ১৩ এপ্রিল ২০২৫ মো: জয়নাল আবেদীন বিশেষ প্রতিনিধি :-

 

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় আজ ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ রবিবার। ১৩ এপ্রিল ২০২৫, বাংলা নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বের সকল বাঙালি এবং বাংলাদেশের পাহাড় ও সমতলের আদিবাসীদের শুভেচ্ছা জানানো হয়েছে। জাসদের বিবিৃতিতে বলা হয়, বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ, চৈত্র সংক্রান্তি, বৈশাখ-সাংগ্রাই-বিজু বাংলাদেশের বাঙালি ও আদিবাসীদের সর্বজনীন উৎসব। বাংলা নববর্ষকেন্দ্রিক সকল উৎসব সকল ধরনের ভেদ-বিভেদ-অসমতা-বৈষম্যের বিপরীতে অমিত ভালোবাসা ও সাম্যের স্ফূরণ। জাসদের বিবৃতিতে, ধরিত্রী মাতার প্রাণ ও প্রকৃতির প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা থেকে উৎসারিত সকল সর্বজনীন উৎসবের চেতনা ধারণ করে মানুষ আর সকল প্রাণ ও প্রকৃতিকে ভালোবাসার চর্চা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

জাসদের বিবিৃতিতে বলা হয়, সত্য, সুন্দর, শুভ ও সাম্যের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সকল অপরাধ, স্খলন ও বিকৃতি থেকে বাংলাদেশকে মুক্ত করাই হবে নববর্ষের প্রত্যয়। জাসদের বিবৃতিতে ধর্মের নামে বৈষম্য সৃষ্টিকারী তেঁতুলতত্ত্ব, সকল ধরনের সাম্প্রদায়িক সংষ্কৃতি, রাষ্ট্র ও সমাজে বিদ্যমান সকল ধরনের পশ্চাৎপদতা, বিকৃতি, বিচ্যুতি, বিভ্রান্তি, বৈষম্য, অন্যায়, অনাচার, অবিচার মোকাবেলা করে নতুন প্রজন্মের সুস্থ-সাবলিল মানস গঠনে স্বচ্ছ ও বলিষ্ঠ অবস্থান গ্রহণে শুভবুদ্ধি সম্পন্ন সকল ব্যক্তি-মহল-গোষ্ঠী-দলের প্রতি আহ্বান জানানো হয়।

বার্তা প্রেরক

সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ

Daily Frontier News