Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

 

.    জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়
যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ২৬ মার্চ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সংসদ সদস্য,
উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা সাংসদ, থানা, প্রেসক্লাবে, আওয়ামী লীগ, বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাজনৈতিক অঙ্গসংগঠন মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলী ও পুস্পস্তবক অপর্ণ করেন এবং সরকারী রেসরকারী, আধা সরকারীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজনে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে বর্নাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সকাল ১১ টায় পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১(সাংসদ) খাদ্য মন্ত্রণালয় ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস,এ কে একরামুজ্জামান সুখন। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, সহকারী কমিশনার ভূমি মোঃ মোনাববর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, থানা অফিসার ইনচার্জ মোঃ সোহাগ রানা, বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব হোসেন মোল্লা। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নূরে আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। সভার শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার সুধীজন।

Daily Frontier News