Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে ” জাতীয় শোক দিবস ” ২০২২ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠি

 

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় “জাতীয় শোক দিবস” ২০২২ যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩ আগস্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ” জাতীয় শোক দিবস ” পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোনাববর হোসেন এর সভাপতিত্বে সরকারি কর্মসূচির সাথে সংগতি রেখে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, থানা অফিসার ইনচার্জ তদন্ত মোঃ আতিকুর রহমান আতিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী, বাংলাদেশ সাংবাদিক সমিতি উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া, কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, সহকারী শিক্ষা কর্মকর্তা মাজহারুল হুদা, নাসিরনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামিল ফোরকান প্রমুখ। উক্ত সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ , বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ এলাকায় গন্যমান্য ব্যক্তিগণ।

Daily Frontier News