Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে “জাতীয় পরিসংখ্যান দিবস” ২০২৪ পালিত

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

 

.    জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ” জাতীয় পরিসংখ্যান দিবস দিবস ” ২০২৪ খ্রিঃ পালিত হয়েছে।

মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি সকাল ১১.৩০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিসংখ্যান দিবস উপলক্ষে পরিষদ প্রাঙ্গণ হতে এক র‍্যালি বের করা হয়, র‍্যালির শেষ প্রশাসনিক ভবন মিলনায়তনে মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাক্কী, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ মাহবুব হোসাইন, ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব, সাংবাদিক সহ সূধীজন।

Daily Frontier News