Daily Frontier News
Daily Frontier News

নালিতাবাড়ীতে পাঠ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

 

রবিউল ইসলাম নালিতাবাড়ী প্রতিনিধি:

 

শেরপুরের নালিতাবাড়ীতে জহির রায়হানের “হাজার বছর ধরে” উপন্যাসের উপর পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানঅনুষ্ঠিত হয়েছে।

১০ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার কলসপাড় ইউনিয়নের পাঁচগাও আজিমুন নেছা তমিজ উদ্দিন খন্দকার স্মৃতি গণগ্রন্থাগারের আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সহযোগিতায় এই আয়োজন করা হয়।

আজিমুন নেছা তমিজ উদ্দিন খন্দকার স্মৃতি গণ-গ্রন্থাগারের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হাকিমের সভাপতিত্বে পাঠ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা।

ফরিদুল ইসলাম শামীমের সঞ্চালনায় বিচারকের দায়িত্বে ছিলেন পাঁচগাও আজিমুন নেছা তমিজ উদ্দিন খন্দকার স্মৃতি গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল আলীম, পাঁচগাও মডেল একাডেমীর শিক্ষক মনির হোসেন, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার ম্যানেজার সাইদুল ইসলাম।

পাঠ প্রতিযোগিতায় নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন স্কুল কলেজের প্রায় ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন রাসেল আহমেদ ও স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন মোছাঃ জিদনি।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা কর্মকর্তা মোঃ মাসুদ রানা। শিক্ষার্থীদের বইমুখী করতে ওই গ্রন্থাগারকে আধুনিকায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন ইউএনও।

পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফ, ভোরের বাণী প্রতিনিধি সারোয়ার হোসেন, ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সিনিয়র সদস্য মিঠুন আহমেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Daily Frontier News