নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জ উপজেলার ব্যস্ততম জনবহুল ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি হীরাগঞ্জ বাজারস্থ আউশকান্দি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র সহ বিভিন্ন কেন্দ্রে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিদর্শন করেন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক সন্তুস কুমার চৌধুরী ও সাংবাদিক বুলবুল আহমেদ।
উক্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি বিভিন্ন সমস্যায় জর্জরিত। এসব দেখার যেন কেউ নেই।অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, পানি নিস্কাসনের নেই কোন ব্যবস্থা, গাছ পালা অযন্ত অবহেলায় পড়ে আছে। এমন কি স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব দিকে একটি পরিত্যক্ত ঘর রয়েছে। সেই ঘরে প্রবেশ করে দেখা যায়, পানি ভর্তি ঘর ও দরজা জানালা খোলা! কিন্তু কোন মানুষ নেই।
সারা দেশের ন্যায় হবিগঞ্জের নবীগঞ্জে সকল ইউনিয়নে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলছে। রবিবার দুপুর বেলা আউশকান্দি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক্তার আব্দুস সামাদ বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের। কোন সুবিধা অসুবিধা হলে তারা দেখবে। যদি কেউ দায়িত্ব থাকা অবস্থায় তার দায়িত্ব পালন না করে তাহলে সেটা খুব দুঃখ জনক।
এই স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে কোন ডাক্তার না থাকায় ঐ এলাকার মধ্যে বৃত্ত ও নিম্নবৃত্ত লোকজন নানান সমস্যায় জর্জরিত রয়েছেন। দীর্ঘদিন ধরে
এলাকাবাসীর একটাই দাবী এই স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ভিত্তিতে একজন ডাক্তারের প্রয়োজন। কিন্তু আজ পর্যন্ত নিয়মিত কোন ডাক্তার নেই! এ নিয়ে সচেতন মহলের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics