ফজলুল করিম সবুজ
নওগাঁ প্রতিনিধি –
নওগাঁর মান্দায় ”শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অপরিহার্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মে দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১ মে সকাল ১০ টার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মান্দা উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিম্ন সড়ক প্রদক্ষিণ করে।র্যালি প্রসাদপুর চৌরাস্তা এসে অস্থায়ী মঞ্চে থামে এবং সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মান্দা উপজেলার শাখার সভাপতি মোঃ মাহবুব আলম মিঠুর। সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলার শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলার কেন্দীয় শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর খন্দকার মুহাঃ আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের নওগাঁ জেলার শাখার সভাপতি মাওলানা মোঃ মোস্তফা আল-আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা অমুসলিম সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ,
মান্দা উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ মাওলানা মোঃ আমিনুল হক, বাংলাদেশ জামায়াতের ইসলামী সাধারণত সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান এসএম মোখলেছুর রহমান (কামরুল) প্রমুখ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics