প্রেস বিজ্ঞপ্তি | ২৩ আগস্ট
. জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটি আজ ২৩শে আগস্ট ২০২৪ইং এক বিবৃতিতে জানিয়েছে যে, জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় সভাপতি জনাব হাসানুল হক ইনু এবং কেন্দ্রীয় সহ—সভাপতি ও সিলেট জেলা জাসদের সভাপতি জনাব লোকমান আহমেদসহ জাসদের কয়েকজন নেতা—কর্মীর বিরুদ্ধে সরকারী চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকারীদের উপর পুলিশসহ আইনশৃঙ্খলা রুক্ষাবাহিনী, পূর্ববর্তী সরকার সমর্থিত অস্ত্রধারী, সন্ত্রাসীদের গুলিবর্ষনে নিহতদের হত্যার দায় চাপিয়ে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
. জাসদ কেন্দ্রীয় কমিটি মনে করে, জাসদ সভাপতি জনাব হাসানুল হক ইনু এবং সিলেট জেলা জাসদের সভাপতি জনাব লোকমান আহমেদ সহ জাসদের কয়েকজন নেতা—কর্মীর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা আইনসম্মত, আইনসঙ্গত, তথ্যপ্রমাণ সম্বলিত ও যুক্তিযুক্ত নয়। জাসদ কেন্দ্রীয় কমিটি জাসদ সভাপতি জনাব হাসানুল হক ইনু ও সিলেট জেলা জাসদের সভাপতি জনাব লোকমান আহমেদ সহ জাসদের নেতা—কর্মীদের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ যথাযথ আইনী প্রক্রিয়ায় তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছে।
. জাসদ কেন্দ্রীয় কমিটি অত্যন্ত সুস্পষ্ট ও দৃঢ়তার সাথে বলতে চায় যে, দেশে দীর্ঘদিনের দ্বি—মেরুকৃত বিভাজিত রাজনীতিতে জাসদ সভাপতি জনাব হাসানুল হক ইনু বা দলগতভাবে জাসদ একটি রাজনৈতিক পক্ষে, একটি রাজনৈতিক মেরুতে অবস্থানে থাকলেও, জাসদ কোটা সংস্কারে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের শুরু থেকেই এই আন্দোলন ও আন্দোলনকারীদের বিপক্ষে কোনো বক্তব্য, বিবৃতি প্রদান এবং অবস্থান গ্রহণ করে নাই, বরং সংবাদপত্র ও ইলেকট্রনিক গণমাধ্যমে দলীয় বক্তব্য, বিবৃতি, টকশোতে ছাত্রআন্দোলন থামাতে বলপ্রয়োগ না করে আন্দোলনকারীদের সাথে আলোচনা করে কোটা সংস্কারে দ্রুত পদক্ষেপ নেয়া ।
. ১৬ই জুলাই পুলিশের গুলিতে রংপুরের আবু সাঈদ নিহত হবার ঘটনাসহ প্রতিটি হত্যাকান্ডের ঘটনার নিন্দা এবং তদন্ত করে পুলিশবাহিনীর দায়ী সদস্যের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। জাসদ কেন্দ্রীয় কমিটি সুস্পষ্টভাবে বলছে যে, হত্যা মামলায় জাসদ সভাপতি জনাব হাসানুল হক ইনু, সিলেট জেলা জাসদের সভাপতি জনাব লোকমান আহমেদ সহ জাসদের নেতা—কর্মীদের যে সময়ে সংঘটিত হত্যার ঘটনার ঘটনায় জড়ানো হচ্ছে সে সময় জনাব হাসানুল হক ইনু, সিলেট জেলা জাসদের সভাপতি জনাব লোকমান আহমেদ সহ জাসদের নেতা—কর্মীদের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর উপর কোনো প্রশাসনিক ক্ষমতা বা কর্তৃত্ব ফলানোর কোনো সুযোগই ছিল না ।
. তৎকালীন সরকার সমর্থিত অস্ত্রধারী, সন্ত্রাসীদের উপর তার কোনো রাজনৈতিক বা সাংগঠনিক নিয়ন্ত্রণ ছিল না। কারণ জনাব হাসানুল হক ইনু, জনাব লোকমান আহমেদ কখনই তৎকালীন সরকারী দল আওয়ামী লীগের রাজনৈতিক বা সাংগঠনিক নেতা ছিলেন না। তাদের যতটুকু রাজনৈতিক ও সাংগঠনিক নিয়ন্ত্রণ বা দায় তা তাদের নিজ দল জাসদের উপর বা জাসদের নেতা—কর্মীদের উপর ছিল এবং আছে।
. জাসদের কোনো পর্যায়ের নেতা—কর্মীরা দেশের কোথায়ও কোটা প্রশ্নে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন বিষয়ে দলের কেন্দ্রীয় রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি। তাই জাসদ কেন্দ্রীয় কমিটি, জাসদের কোনো পর্যায়ের নেতা—কর্মীদের নাম হত্যা মামলায় যুক্ত করার আগে প্রাথমিক তদন্ত করার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ও সরকারের প্রতি আহবান জানাচ্ছে।
বার্তা প্রেরক
সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics