Daily Frontier News
Daily Frontier News

খাদ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরিকারী বাজার সিন্ডিকেট ও মজুদদারদের গ্রেফতার এবং বিচারের দাবিতে জাতীয় যুব জোটের সমাবেশ-মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রেসবিজ্ঞপ্তি: তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪

.    ঢাকা ২৪শে ফেব্রুয়ারি ২০২৪ইং শনিবারবার, সকাল ১১:৩০টায়, ৩৫-৩৬, বঙ্গবন্ধু এভিনিউয়ের জাসদ চত্ত্বরে জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের উদ্যোগে খাদ্যদ্রব্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেফতার ও বিচারের দাবিতে সমাবেশ, মানবন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসুচি পালিত হয়। বিক্ষোভ মিছির পুর্ব সভায় সভাপতিত্ব করেন যুব জোট সভাপতি শরিফুল কবির স্বপন। সভা পরিচালনা করবেন যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন। সমাবেশে বক্তব্য রাখেন, জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জাসদের আইন বিষয়ক সম্পাদক এড. মোহম্মদ সেলিম, যুব জোটের কার্যকারী সভাপতি আমিনুল আজিম বনি, আলী হাসান তরুন, এড. আবু হানিফ, প্রদীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বাচ্চু, শ্রমিক জোট-বাংলাদেশের সহ-দফতর সম্পাদক চমন, বাংলাদেশ ছাত্রলীগ(ন-মা) সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি প্রমুখ। উপস্থিত ছিলেন, যুব জোট সহ-সভাপতি শুভংকর দে বাপ্পা, অমিও নন্দী, ফিরোজ শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরফুদ্দীন সোহেল, যুব জোট ঢাকা মহানগর দক্ষিন সভাপতি আলাউদ্দিন খোকন, যুব জোটের আইন বিষয়ক সম্পাদক রেশমা হাবিব, মহিলা বিষয়ক সম্পাদক ডালিয়া পারভীন প্রমুখ।

পরে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর জিরো পয়েন্ট, পল্টন মোড়, বিজয় নগর মুক্তাঙ্গন হয়ে জাসদ চত্ত্বরে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, চিহ্নিত মহল পণ্য মজুদ রেখে বাজারে খাদ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে এবং জণগনকে জিম্মি রেখে অধিক মুনফা লোটে। এ বাজার সিন্ডিকেটের হোতারা বছরের পর বছর অধরাই থেকে যাচ্ছে। আর সরকারী সংস্থা মাঝে মাঝে লোক দেখানো জরিমানা করে বাজারকে স্থিতিশীল করার প্রচেষ্টার নাটক মঞ্চায়ন করে দায়িত্ব শেষ করেন। বক্তারা অবিলম্বে বাজার সিন্ডিকেটের হোতাদের আইনের আওতায় এনে গ্রেফতার, বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আইনী ব্যবস্থার পাশাপাশি কৃষিপণ্য, খাদ্যপণ্য ও নিত্যপণ্যের সরবরাহ, বন্টন, বিকল্প বাজার ব্যবস্থাপনা চালু করার আহবান জানান। নেতৃবৃন্দ কৃষক, শ্রমিক, স্বল্প আয়ের মানুষ, অতিদরিদ্রদের বাজারের উত্তাপের হাত থেকে রেহাই দিতে রেশনিং প্রথা চালুর দাবি জানান।

 

Daily Frontier News