Daily Frontier News
Daily Frontier News

কৃষিজ ফুল ও ফলের মেলায় নিরাপদ খাদ্য ও  সার্বভৌমত্ব অর্জনের প্রত্যয়ে মানিকগঞ্জে কৃষিবীজ,ফুল ও ফলের মেলা অনুষ্ঠিত

 

সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ:-

“প্রকৃতির সাথে একতা ও টেকসই উন্নয়ন Harmony with nature and Sustainable development” এই স্লোগান নিয়ে আজ মানিকগঞ্জ  ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে
দিনব্যাপী আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামূলক-কৃষিজ বীজ,ফুল ও ফলের মেলা ও শিক্ষার্থীদের নিয়ে আর্টক্যাম্প  অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোকুল চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক(যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রবীআহ নূর আহমেদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব মো. শাহানুর ইসলাম,ক্যাবের সাধারণ সম্পাদক শামসুন্নবী তুলিপ,কবি আনিসুর রহমান খান আলিনুর, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. বজলুর রহমান মাস্টার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় ও সঞ্চালনা করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
আলোচনায় প্রকৃতির অপরুপ সৌন্দর্যের জীববৈচিত্র্য ও প্রাণের মেলবন্ধন এবং বাস্তুতন্ত্র সংরক্ষণে শিক্ষার্থী ও তরুণদের এগিয়ে আসার আহবান করা হয়।

Daily Frontier News