Daily Frontier News
Daily Frontier News

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাবেক বিচারপতির বাড়িতে ফ্রী মেডিকেল ক্যাম্প স্থাপন

 

কাউছার মিয়াঃ-

নরসিংদীর গর্ব পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা, সাবেক বিচারপতি, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ মনসুরুল হক চৌধুরীর নিজ বাড়িতে ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার বীর মুক্তিযোদ্ধা সহ প্রায় ৬০০ গরীব দুখী মানুষকে চিকিৎসা প্রধান করেন। এতে চরসিন্দুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরীব দুখী নারী পুরুষ ফ্রী চিকিৎসা নেন।বাংলাদেশ মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলের ১৭/১৮ জন বিশেষজ্ঞ ডাঃ অংশ গ্রহন করেন।

এ বিষয়ে সাবেক বিচারপতি মনসুরুল হক চৌধুরীর বলেন,আমি আমার দেশকে ভালবাসী, আমার চিন্তা চেতনায় গ্রাম বাংলার মানুষ সবচেয়ে অবহেলিত, বিশেষ করে স্বাস্থ্য খাতে, যারা গরীব দুখী মানুষ তারা অর্থের অভাবে সুচিকিৎসা নিতে পারে না,এ-সব জিনিস ভেবে যারা টাকার অভাবে স্বাস্থ্য চিকিৎসা নিতে পারেনা তাদের জন্য আমি এই ব্যবস্থা করেছি, প্রতি বছর এই দিনে আমি এই ফ্রী চিকিৎসার আয়োজন করে যাব।এই পযর্ন্ত ৫০০ জনের উপরে রেজিষ্ট্রেশন নিয়েছে আরো ও নিচ্ছে। আমার ছেলে ডাঃ মোহতামিম চৌধুরী জুপিন তার অনুপ্রেরণায় আজকে এই আয়োজন। বাংলাদেশ মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলের ডাঃ যারা তার কলিক এমন ১৭/ ১৮ জন এম বি বিএস ডাঃ সেবা প্রধান করবে। আমি চাই যারা দেশের বরেণ্য ব্যক্তি আছেন, আপনারাও যার যার এলাকায় ফ্রী মেডিকেল টিম করলে গরীব দুখী মানুষের উপকার হবে এবং জাতীর জন্য মাইলফলক হয়ে থাকবে।

Daily Frontier News